রেমিট্যান্সের প্রণোদনা বাড়ানো যায় কি না আলোচনা চলছে: পরিকল্পনামন্ত্রী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রণোদনা বাড়ানো যায় কি না, সরকার তা নিয়ে আলোচনা করছে বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।

মঙ্গলবার একনেক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। 

তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রেমিট্যান্সের ওপর প্রণোদনা শতকরা আড়াই টাকা থেকে ৩ বা সাড়ে ৩ টাকা হতে পারে। আলোচনা চলছে, সিদ্ধান্ত হয়নি।’

মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘তবে এর আর্থিক প্রভাব কী হবে, সেটা পরীক্ষা-নিরীক্ষা চলছে। একটা সংশয় আছে যে অনেকেই এই প্রণোদনা সুবিধার অপব্যবহার করে।’

‘অনেকে প্রণোদনার আশায় দেশের বাইরে টাকা পাচার করে আবার দেশে নিয়ে আসে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে,’ যোগ করেন তিনি। 

‘গত এক বছর ধরে দেশে মূল্যস্ফীতি বাড়ছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ডলার সংকটের কারণে মূল্যস্ফীতি বাড়ছে। এর কারণে টাকার অবমূল্যায়ন হচ্ছে। বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম কমলেও, আমরা বেশি দামে কিনছি।’

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *