আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটা যাবে না: কেন্দ্রীয় ব্যাংক

বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলো তথ্য প্রযুক্তি (আইটি) ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটতে পারবে না। রোববার (১ অক্টোবর) এক সার্কুলারে এ বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করার পর আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে উৎসে কর কাটা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় নতুন সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ কর্তৃক ২৭/০৯/২০২৩ তারিখে জারিকৃত এফই সার্কুলার লেটার নং-১৪ স্পষ্টীকরণের লক্ষ্যে জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩-এর ১২৪ ধারা-এর (২) (আ) এবং ষষ্ঠ তফসিলের অংশ ১-এর দফা ২১ অনুযায়ী আইটি ফ্রি ল্যান্সিং খাত হতে কোনো উৎসে কর কর্তন করা যাবে না।’

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *