যুক্তরাষ্ট্রে চালু হলো প্রিয় কার্ড

যুক্তরাষ্ট্রে চালু হলো প্রিয় কার্ড। এটি একটি ডলার কারেন্সির ডেবিট কার্ড – যা মাস্টারকার্ড, গুগল পে এবং অ্যাপল পে’র সাথে যুক্ত। আমেরিকায় বসবাসকারীরা এটা পেতে পারেন। ব্যক্তিগত এবং ব্যবসায়িক – দুটোর জন্য দুই ধরনের কার্ড। যুক্তরাষ্ট্রের সাথে যাদের ব্যবসা আছে, তারাও ব্যবহার করতে পারেন।

নিচের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে প্রিয় কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডস এবং সেভেন-এলেভেন স্টোরে বিল পে করছেন গ্রাহকরা।

বর্তমানে প্রিয় পে’র বেটা ভার্শন চলছে। বেটা প্রোগ্রামে অংশ নিতে যোগাযোগ করুন: [email protected]

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *